আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভাবে কি পরিচ্ছন্নতা খাত কর্মী-সঙ্কটে নিপতিত হবে?

Share:

Listens: 0

SBS Bangla - এসবিএস বাংলা

News & Politics


কোভিড-১৯ এর এই বিশেষ সময়টিতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে কিছু কিছু খাতে সপ্তাহে নির্ধারিত ২০ ঘণ্টারও বেশি সময় কাজের অনুমতি দিয়েছে সরকার। তবে, ক্লিনিং ইন্ডাস্ট্রি বা পরিচ্ছন্নতা খাতে এই অনুমতি নেই। এখন এই খাতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মীর অভাব দেখা দেওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। এই খাতটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বহুল সংখ্যায় কাজ করে থাকেন। বলা হচ্ছে, শিক্ষার্থীদের ছাড়া এই খাতটি ভালভাবে চলবে না। কোভিড সংক্রমণের প্রাদূর্ভাবে হোটেল ও অফিসগুলোও নাজুক অবস্থায় পড়বে।