পাঠ ২০ – শ্রোতাদের মতামত

Share:

Listens: 0

Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

Education


পাউলা আর ফিলিপ শ্রোতাদের মতামত জিজ্ঞেস করছে৷ আজকের অনুষ্ঠানের বিষয় – "মিথ্যে বলাটা কি পাপ?" শস্যখেতের মেকি বৃত্তগুলো এবং কৃষকদের আচরণ সম্পর্কে শ্রোতাবন্ধুরা তাঁদের মতামত জানাতে পারবেন৷ কৃষকদের এই জোচ্চুরি কি তিরস্কারযোগ্য নাকি পর্যটকরা যে এসব বিশ্বাস করেছে সেটা তাদের নিজেদেরই দোষ? এ ব্যাপারে শ্রোতাদের উত্তর দ্ব্যর্থহীন৷ শ্রোতাদের যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর শুধু "হ্যাঁ" বা "না" হতে পারে৷ কিন্তু আমাদের অধ্যাপক এমন প্রশ্ন করছেন যার সম্ভাব্য উত্তর তিনটি৷ জার্মান বিশেষ্যর তিনটি লিঙ্গ: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ৷ আজকের অনুষ্ঠানে সেটাই বোঝানো হবে আর্টিকেল "der", "die" আর "das" দিয়ে৷