Elite Puran, Ulot Puran // এলিট পুরাণ, উলট পুরাণ

Share:

Listens: 43

Triangular Vishon

Society & Culture


Recorded on September 15, 2019.  

চারপাশের আলোচনাগুলোর ধরন-ধারণ আর না হওয়ারই বা কী কারণ, তাই নিয়েই এবারের গল্প করা। কথায় কথায় পৌঁছে যাওয়া সেই 'বুর্জোয়া' বনাম 'আঁতেল'-এর দ্বৈরথে- যেখানে দুই দলই নিজেদের কথাগুলোকেই বারে বারে জপে যাচ্ছি আর সেভাবেই দরকারি সমস্যাগুলো, প্রশ্নগুলো, দিব্যি চাপা পড়ে যাচ্ছে। এর পরে আমাদের গল্প চলে যায় social media-য় পাতা ফাঁদে যার 'অরাজনৈতিক' অলিতে গলিতে যুক্তি তো দূর, মানবিকতার শেষ রেশটুকুও তেমন আর নেই। // 

In this episode, we explore the nature of discourse in popular culture and the lack of it. We dive deep into how the divide between the 'elite' and the 'mediocre' is effectively pushing us into our echo chambers, away from issues that should concern us all. On further examination, we start coming to terms with how social media traps have been carefully laid out to distract the rational, encourage the 'apolitical' and put out the last remaining traces of empathy.