Mission Berlin ২৪ – ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে

Share:

Listens: 0

Mission Europe | জার্মান শিখুন | Deutsche Welle

Education


আনা ১৯৬১ সালে লুকিয়ে রাখা ধাতুর খাপটি খুঁজে পেলেও মরচে ধরে যাওয়ায় প্রথমে এটি খুলতে পারছিলনা। কোনো রকমে এটি খোলার পর সে একটি পুরানো চাবি দেখে সেখানে৷ এটাই কী রহস্য উন্মোচনের চাবি? সময় যেন চোখের পলকে চলে যাচ্ছে৷ আনাকে ধাতুর খাপটি খুলতে হবে৷ কম্পিউটার খেলোয়াড় অন্যের সামনে এই খাপটি খোলার ব্যাপারে আনাকে সাবধান করে দেয়৷ অবশেষে আনা এই খাপটি খুলে পুরানো একটি মরচেধরা চাবি খুঁজে পায়৷ এবার লালকাপড় পরা মহিলাকে উচিত শিক্ষা দিতে আনাকে যত তাড়াতড়ি সম্ভব ২০০৬ সালে ফিরে আসতে হবে৷ এজন্য কী তার যথেষ্ট সময় আছে?