পাঠ ২৪ – সম্পাদকের ডেস্ক

Share:

Listens: 0

Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

Education


পেঁচা অয়লালিয়া পাউলা আর ফিলিপকে ঠিক পথে নিয়ে যেতে সাহায্য করছে৷ ওরা আবিষ্কার করল যে এই ঘটনায় সংবাদপত্র Hamburger Zeitung-এর হাত আছে৷ আর ফিলিপের একটা মন্তব্যে পাউলা খুব রেগে গেল৷ পাউলা, ফিলিপ আর অয়লালিয়া আবিষ্কার করল যে HAMBURGER ZEITUNG পত্রিকা বন্দর অববাহিকায় হাঙর দেখার গল্পটা বানিয়েছে যাতে তাদের কাগজ বেশি বিক্রি হয়৷ পরে বিশেষ একটি শব্দের ব্যবহার নিয়ে পাউলা আর ফিলিপের মধ্যে ঝগড়া বাধে৷ ফিলিপ আশা করছে, Willkömm-Höft বন্দরে পাউলাকে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানালে হয়ত ওর রাগ কমবে৷ ফিলিপ যদি ওর শব্দচয়নের ব্যাপারে আর একটু বেশি মনোযোগ দিত তাহলে হয়ত পাউলা ওর ওপর রাগ করত না৷ ক্রিয়ার উপসর্গের ক্ষেত্রেও অর্থের সূক্ষ তারতম্য ঘটে৷ কোনও কোনও উপসর্গ ক্রিয়ার অর্থ সুনির্দিষ্ট করে৷ খেয়াল রাখতে হবে যে সমাপিকা ক্রিয়ায় কোনও কোনও উপসর্গ ক্রিয়ার থেকে বিচ্ছিন্ন৷